ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ড সিরিজের পর অবসরে মিসবাহ!

প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক।

ইতোমধ্যেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নিয়েছেন এই তারকা। সাদা জার্সিতে অবসর নেয়া মানে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবেনা তাকে। তবে টেস্ট থেকে অবসর নেয়ার এখনও কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করেন নি মিসবাহ।

স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে নিজের অবসরের কথা নিয়ে মিসবাহ বলেন, ‘এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। তবে ইংল্যান্ড সিরিজের পর আমার ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করব এবং কি করা উচিত সেটা চিন্তা করব।’

পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়া সত্ত্বেও তার নেতৃত্ব ও ক্রিকেটের ধরণ নিয়ে অধিকাংশ সময়ই সমালোচিত হয়ে আসছেন মিডল অর্ডার এ ব্যাটসম্যান।

এই বিষয়ে তিনি বলেন, ‘পাকিস্তান দলকে নেতৃত্ব দেয়া একটা বড় চ্যালেঞ্জ এবং খেলোয়ড়রা সত্যিকার অর্থেই দলগতভাবে ভাল করছে। ২০০৯ সাল থেকে নিজ মাঠে না খেলা সত্ত্বেও আমরা স্মরণীয় কিছু সাফল্য অর্জন করেছি।’

দলের ভাল পারফরমেন্সের জন্য পূর্ণ সহায়তা দেয়ায় খেলোয়াড়দের প্রশংসাও করেন ৪১ বছর বয়সী এই পাকিস্তানি। এ পর্যন্ত ৫৮ টেস্ট ও ১৬২টি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ২০১০ সালে তিনি পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হন। ২০১৫ বিশ্বকাপের পর তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তানের এই দ্বিপাক্ষিক সিরিজ।

আরটি/এসকেডি/পিআর