ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোচ ছাড়াই ভারতে গেলো বাংলাদেশ `এ` দল

প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ভিসা সংক্রান্ত জটিলতার কারণে কোচ ছাড়াই ভারত গেলো বাংলাদেশ `এ` দল। সোমবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ে মুমিনুল-নাসিররা।

বিসিবি থেকে ২১ জনের জন্য ভারতের ভিসার আবেদন করা হয়েছিল। ভিসা হয়েছে ১৯ জনের। ভিসা পাননি কোচ হিথ স্ট্রিক ও ফিজিও ব্রেট হ্যারেপ। তবে খুব দ্রুতই তাদের ভিসা হয়ে যাবে বলে আশা করছে বিসিবি কর্মকর্তারা। মঙ্গলবারের মধ্যে ভিসা না হলে কোচ-ফিজিও ছাড়াই প্রথম ওয়ানডে খেলতে হতে পারে মুমিনুলদের। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত `এ` দলের বিপক্ষে প্রথম ওয়ানতে খেলতে নামবে মুমিনুলরা।

সফরে তিনটি ওয়ানডে ও দুইটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ `এ` দল। সূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দু`টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম তিনদিনের ম্যাচ, প্রতিপক্ষ কর্ণাটক। ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত `এ` দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে।

বাংলাদেশ `এ` দল:

মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

এমআর