ইউএস ওপেনের শিরোপা জিতলেন সানিয়া
ইউএস ওপেনের শিরোপা দিয়ে জয়ের মধ্য দিয়েই বছর শেষ করলেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। ফ্লাসিং মিডোতে ক্যাসে ডেলাকুয়া ও ইয়ারোস্লাভা সেদোভার জুটিকে ৬-৩ ৬-৩ সেটে হারিয়ে শিরোপার স্বাদ নেন বিশ্বের এক নম্বর নারী দ্বৈত জুটি। এর আগে প্রথম কোনো ভারতীয় টেনিস তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম (উইম্বলডন) জিতেছিলেন সানিয়া মির্জা।
রোববার নারী দ্বৈতের ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন গত জুলাইয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন সানিয়া-হিঙ্গিস জুটি। এদিন আর্থার অ্যাশে স্টেডিয়ামে এক ঘণ্টার বেশি সময়ের এই লড়াইয়ে অজি-কাজাখ জুটিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি সানিয়াদের। কোনও সেট না হেরেই জয় পেয়েছেন ইন্দো-সুইস জুটি। অবশ্য সানিয়া মির্জার এটাই প্রথম ইউএস ওপেন দ্বৈতের শিরোপা।
ম্যাচ শেষে সানিয়া মির্জা বলেন, `এই বছরটি আমাদের জন্য দারুণ গেল। উইম্বলডনের পর ইউএস ওপেনের শিরোপা জিতে মনে হচ্ছে আমরা আসলেই শক্ত একটি জুটি।`
৩৪ বছর বয়সী মার্টিনা হিঙ্গিস বলেন, `শুরু থেকেই আমরা ভালো খেলছিলাম। আমাদের পরিকল্পনা দারুণ কাজে দিয়েছে। অবশ্য একসঙ্গে আমরা দারুণ খেলেছি।`
এমআর