ভারত সিরিজে আইসিসির সহযোগিতা চাইলো পাকিস্তান
পাক-ভারত সিরিজ নিয়ে আইসিসি`র সাম্প্রতিক মন্তব্যে উজ্জীবিত হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটের বিশ্ব নির্বাহী সংস্থার সভাপতি জহির আব্বাসের সহযোগিতা কামনা করেছে।
এ সম্পর্কে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, কয়েকদিন আগে আমার জহির আব্বাসের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে। আমি তাকে অনুরোধ জানিয়েছি সিরিজটি ডিসেম্বরে অনুষ্ঠানের ব্যপারে তিনি যেন আইসিসি`র সভাপতি হিসেবে ভারতীয় বোর্ডকে এ ব্যাপারে রাজী করতে সহযোগিতা করেন।
দুই দেশের সম্পর্কের কারণেই এই সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়াটা গুরুতপূর্ণ। জহিরকে ভারতে সবাই বেশ শ্রদ্ধা করে। এছাড়া আইসিসি`র সভাপতি হিসেবেও তার আলাদা একটি পরিচয় হয়েছে। আশা করছি জহির এ ব্যাপারে আমাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবেন।
এদিকে জহির আব্বাস বলেছেন, একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমিও চাই সিরিজটি যথাসময়ে অনুষ্ঠিত হোক। আমি মনে করি এর মাধ্যমে ক্রিকেট তথা পাক-ভারত সম্পর্কের উন্নতি ঘটবে।
আইসিসি`র প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনও সিরিজের গুরুত্ব অনুধাবন করে বলেছেন নিরপেক্ষ ভেন্যুতে সিরিজটি অনুষ্ঠানের ব্যাপারে আমরা সবাই এখন ভারতীয়দের ইতিবাচক মনোভাবের অপেক্ষায় আছি।
উল্লেখ্য, ডিসেম্বরে ইউএই-তে ভারতের বিপক্ষে পাকিস্তানের তিনটি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।
এমআর