একাই পাঁচ গোল করলেন রোনালদো
ছয় গোলের ব্যবধানে জয়ের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো একাই করেছেন পাঁচ গোল। অবিশ্বাস্য হলেও সত্যি শনিবার লা লিগায় এসপানিওলের বিপক্ষে তাদের মাঠে রিয়াল মাদ্রিদ ৬-০ গোলের ব্যবধানে বিশাল জয় তুলে নিয়েছে। আর রোনালদো একাই করেছেন পাঁচ গোল! বাকি গোলটি করেছেন করিম বেনজেমা।
চলতি মৌসুমে স্প্যানিশ লিগে প্রথম দুই ম্যাচে গোল পাননি রোনালদো। নিজ দেশ পর্তুগালের হয়েও গোলের দেখা পাচ্ছিলেন না। রোনালদো গোল পাচ্ছেন না কেন? রিয়াল তারকার হলোটা কী? গত কয়েকটা দিনের এমন নানা প্রশ্নের জবাব আজ দিলেন এই সিআরসেভেন।
সাত মিনিটে শুরু করেছিলেন শো। ২০ মিনিটের মাথায় করলেন হ্যাটট্রিক! শুধু নিজে গোল করেননি, করিয়েছেনও। ২৮ মিনিটে রোনালদোর বাড়িয়ে দেয়া বলে গোল করেন করিম বেনজেমা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
বিরতির পর আবারো রোনালদো শো। ৬১ মিনিটে গ্যারেথ বেল আর ৮১ মিনিটে লুকাস ভাসকুয়েজের কল্যাণে করলেন আরো দুটি গোল। তবে অল্পের জন্য ‘ডাবল হ্যাটট্রিক’ মিস করেছেন। ৮৪ মিনিটে শটটা লক্ষ্যভ্রষ্ট না হলে আরেকটি ইতিহাস তৈরি হতো এস্তাদিও কর্নেলা-এল প্রাতে।
তবে ‘ডাবল হ্যাটট্রিক’ না করলেও গড়লেন নতুন আরেক রেকর্ড। রাউলকে ছাড়িয়ে রোনালদোই এখন স্প্যানিশ লিগে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর গোল সংখ্যা দাঁড়ালো ২৩১। এছাড়া লিওনেল মেসির সর্বোচ্চ ২৪ হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করলেন তিনি।
বিএ