ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এশিয়ান সিটিজ দাবায় বাংলাদেশের তিন দলের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১০ জুলাই ২০১৯

বাংলাদেশের তিন দল গোপালগঞ্জ, নৌবাহিনী ও চট্টগ্রামের শুভ সূচনায় বুধবার রাজধানীতে শুরু হয়েছে এশিয়ান সিটিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ। প্রথম রাউন্ডে শক্তিশালী গোপালগঞ্জ সিটি ৩.৫-০.৫ গেম পয়েন্টে চাইনিজ তাইপেকে, চট্টগ্রাম সিটি ২.৫-১.৫ গেম পয়েন্টে কাঠমান্ডু সিটিকে এবং নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে দুবাইকে পরাজিত করেছে।

বাংলাদেশসহ ৯টি দেশের ১২ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রথম রাউন্ডের অন্য খেলাগুলোয় ইরানের তেহরান (সাইপা) ৪-০ গেম পয়েন্টে মালয়েশিয়ার শাহ আলম সিটি দলকে, কলকাতা সিটি ৩-১ গেম পয়েন্টে কলোম্ব সিটিকে, নেপালের ললিতপুর সিটি ৩-১ গেম পয়েন্টে পাকপতন সিটিকে হারিয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং র‌্যাব ফোর্সের মহাপরিচালক বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব দাবা সংস্থার সভাপতির উপদেষ্টা বেরিক বালগাবায়েভ, কে-এন হার্বার কনসোর্টিয়ামের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মুস্তাক।

আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এমরানুল হাসান, দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক ও ফিদের জোন-৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম, সাইফ স্পোর্টিং ক্লাবের পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি, চ্যাম্পিয়নশিপের প্রধান বিচারক মো. হারুন অর রশিদ, ফেডারেশনের দুই যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান পলাশ ও মাসুদুর রহমান মল্লিক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাষিশ দে।

আরআই/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন