ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়ালের মঙ্গল চাই না : পিকে

প্রকাশিত: ১০:২০ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

বার্সেলোনা তারকা জেরার্ড পিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছিলেন। অনেকেই ভেবেছেন স্পেনের হয়ে খেলা ছেড়ে দেয়ার ঘোষণা দিবেন এই তারকা খেলোযাড়। তবে খেলা ছাড়াতো দূরের কথা উল্টো রিয়াল সম্পর্কে বোমা ফাটালেন এই কাতালান। সরাসরি বললেন তিনি রিয়ালের অমঙ্গল কামনা করেন।

অবশ্য নিজ দলের প্রতি আনুগত্যই রিয়ালের অমঙ্গল কামনা করতে বাধ্য করেছে পিকেকে। কারণ রিয়াল ভালো করলে তার দল বার্সেলোনা ভালো করতে পারবে না। এই বিষয়ে তিনি বলেন, বার্সা ভালো করলে মাদ্রিদ খারাপ করে। আবার কখনো কখনো উল্টোটাও ঘটে। আমি সব সময়ই মাদ্রিদের অমঙ্গল কামনা করে এসেছি এবং এখনো করি। যারা আমার এই ব্যাপারটি পছন্দ করেন না তাদের আমার অবসর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে তিনি ব্যক্তিগতভাবে রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে বিরোধিতায় যান নি। বলেন, আমি বার্সেলোনা ক্লাবকে ভালোবাসি। এর মানে এই নয় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের সঙ্গে আমার সম্পর্ক খারাপ। তাদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।
সম্প্রতি ঘরের মাঠে স্লোভাকিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলার সময় দর্শকদের ‘দুয়োধ্বনি’ শুনতে হয় পিকেকে। আর তখনই গুঞ্জন উঠে স্পেনের হয়ে খেলা ছেড়ে দিবেন এই তারকা। তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে সে গুঞ্জন উড়িয়ে দেন তিনি। রিয়াল সমর্থকদের খোঁচা মেরে বলেন, বার্নাব্যুতে যখন মাদ্রিদের সমর্থকরা আমাকে ‘দুয়োধ্বনি’ দেয় তখন তা আমার কানে গানের মতো বাজতে থাকে।

গত ফেব্রুয়ারিতে আতলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়াল ৪-০ গোলে বিধ্বস্ত হয় রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদ। আর এর কয়েক ঘণ্টা পর রোনালদো জাঁকজমকপূর্ণভাবে তার জন্মদিন পালন করেন। বার্সার শিরোপা জয় উদযাপন আর রোনালদোর জন্মদিন উদযাপনকে নিয়ে মন্তব্য করেন পিকে। তখন থেকেই ক্ষেপে আছেন মাদ্রিদ সমর্থকরা। আর কাতালুনিয়া অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবিতে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে সেই রোষানলে আরও ঘি ঢালেন পিকে।

আরটি/এএইচ/পিআর