ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ধাওয়ানের নেতৃত্বে ভারত ‘এ’ দল ঘোষণা

প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আর এ সফরে টাইগারদের বিরুদ্ধে তিনদিনের ম্যাচের জন্য শিখর ধাওয়ানকে অধিনায়ক করে ভারত ‘এ’ দল ঘোষণা করেছে বিসিসিআই। আর ওয়ানডে ম্যাচের জন্য উন্মুক্ত চাঁদকে অধিনায়ক করা হয়েছে।

বুধবার ভারত-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। ভারত ‘এ’-র বিরুদ্ধে বাংলাদেশ ‘এ’ দল তিনটি ওয়ানডে ম্যাচ ও দু’টি তিনদিনের ম্যাচ খেলবে। রঞ্জি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিরুদ্ধে একটি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। অন্যদিকে ভারত সফরের জন্য মমিনুল হককে অধিনায়ক করে শক্তিশালী বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। 

তিনদিনের ম্যাচের দল:
শিখর ধাওয়ান (অধিনায়ক), অভিনব মুকুন্দ, করুন নায়ার, শ্রেয়াস আয়ার, বাবা অপরাজিৎ, নামান ওঝা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমুন্য মিথুন, বরুন অ্যারন, ঈশ্বর পাণ্ডে, শেলডন জ্যাকসন।

ওয়ানডে দল:
উন্মুক্ত চাঁদ ( অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, মণীশ পাণ্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সঞ্জু স্যামসন, করুন নায়ার, কুলদীপ যাদব, জয়ন্ত যাদব, কর্ণ শর্মা, ঋষি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রুশ কালারিয়া, গুরকিরত সিং মান।

বাংলাদেশ ‘এ’ দলের সফর সূচী:
সেপ্টেম্বর ১৬ (প্রথম ওয়ানডে, বেঙ্গালুরু)
সেপ্টেম্বর ১৮ (দ্বিতীয় ওয়ানডে, বেঙ্গালুরু)
সেপ্টেম্বর ২০ (তৃতীয় ওয়ানডে, বেঙ্গালুরু)
সেপ্টেম্বর ২২-২৪ ( কর্ণাটকের বিরুদ্ধে তিনদিনের ম্যাচ, মাইসোর)
সেপ্টেম্বর ২৭-২৯ ( ভারত ‘এ’র বিরুদ্ধে তিনদিনের ম্যাচ, বেঙ্গালুরু)

আরটি/এমআর/এমএস