ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বোনদের লড়াইয়ে জয়ী সেরেনা

প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে সেরেনার জয়যাত্রা। শেষ আটে বড় বোন ভেনাস উইলিয়ামস বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তার স্বপ্নের পথে। কিন্তু সে বাধাও টপকে সেমিতে জায়গা করে নিলেন মার্কিন এই কৃষ্ণকলি।

হেড টু হেডে ১৫-১১ তে এগিয়ে থেকে নিউইয়র্কের বিল্লি জিন কিং টেনিস সেন্টারে খেলতে নেমেছিলেন সেরেনা। জানতেন ৩৫ বছর বয়সী বড় বোন ভেনাসের সঙ্গে কঠিন লড়াইয়ে পড়তে হবে তাকে। হলোও তাই। দুর্দান্ত লড়াইয়ে ঘাম ঝড়িয়ে ২-১ সেটে জয় তুলে নিলেন বিশ্বের এক নাম্বার এই তারকা।

প্রথম সেটে ৬-২ গেমে জয় তুলে নেন সেরেনা। কিন্তু পরের সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ভেনাস। ৬-১ গেমে উড়িয়ে দেন সেরেনাকে। কিন্তু শেষ সেটে এসে আর পেরে ওঠেননি উইলিয়ামসদের এই বড় কন্যা। শেষ পর্যন্ত ৬-৩ গেমের জয় দিয়ে সেমি ফাইনালের টিকেট নিশ্চিত করেন ছোট বোন সেরানা।  

মাউরিন কোনোল্লি (১৯৫৩), মার্গারেট কোর্ট (১৯৭০) এবং স্টেফি গ্রাফের (১৯৮৮) পর সেরেনার সামনে রয়েছে ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসাবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। চলতি বছরে ইতোমধ্যেই জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন। ২২তম শিরোপা থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে রয়েছেন এই তারকা।

আরটি/এমআর/এমএস