ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রুনির ইতিহাস গড়ার দিনে ইংল্যান্ডের সহজ জয়

প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

পূর্বসূরি স্যার ববি চার্লটনকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ওয়েন রুনি। আর ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিনে সহজ পায় তারা। ইউরো বাছাই পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে এদিন ২-০ গোলে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে রয় হজসনের দল।

মঙ্গলবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও সাফল্য পাচ্ছিলো তারা। ৬৭ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন।  

৮৪ মিনিটে পেনাল্টি থেকে রেকর্ড গোলটি করেন রুনি। ডি বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করেন মিডফিল্ডার গ্রানিত জাকা। ফলে পেনাল্টি পায় ইংল্যান্ড। আর ইতিহাস গড়ার এই দিনে দাপুটে শট করে বল জালে জড়াতে কোন ভুল করেননি ইংলিশ অধিনায়ক। জাতীয় দলের হয়ে রুনির এটা ৫০তম গোল।
 
এই জয়ে আট ম্যাচে তাদের পয়েন্ট হলো ২৪। ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের পয়েন্ট ১৫।

এআরএস/এমএস