দেশবাসীকে গর্বিত করায় রোমান সানাকে সাকিবের ধন্যবাদ
নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের আরচার রোমান সানা।
পরে পুরুষ এককের ব্রোঞ্জের লড়াইয়ে রোমান ৭-১ সেট পয়েন্টে হারিয়েছেন ইতালির নেসপলি মাওরোকে। ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপে এই প্রথম বাংলাদেশের কোনো আরচার পদক পেলেন।
এ সাফল্যে রোমান গড়েছেন নতুন ইতিহাস, অর্জন করেছেন ২০২০ সালে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা। তার এ সাফল্যে উদ্বেলিত পুরো জাতি। তাকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীসহ জাহিদ আহসান রাসেলসহ আরও অনেকেই।
নেদারল্যান্ডসে রোমান যখন এ কীর্তি গড়েন, তখন বাংলাদেশ ক্রিকেট দল ব্যস্ত বিশ্বকাপ ক্রিকেটের মিশনে। তাই রোমানের খবর পৌঁছতে খানিক দেরিই হয়ে যায়। তবে খবর পাওয়া মাত্র তাকে অভিনন্দন জানাতে ভোলেননি জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশকে গর্বিত করায় রোমান সানাকে ধন্যবাদ জানিয়ে সাকিব লিখেন, ‘অভিনন্দন, রোমান সানা! প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জয় করার পাশাপাশি ২০২২ টোকিও অলিম্পিক গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে আমাদের গর্বিত করায় অসংখ্য ধন্যবাদ।’
এসএএস