ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাঙ্গাকারার সেঞ্চুরিতে ফাইনালে সারে

প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

কুমার সাঙ্গাকারার অসাধারণ সেঞ্চুরিতে ইংলিশ কাউন্টি ক্রিকেটে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ফাইনালে পৌঁছে গেছে সারে। সোমবার ওভালে সেমিফাইনালে নটিংহ্যামশায়ারকে চার রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে সারে। আগামী ১৯ সেপ্টেম্বর লর্ডসের ফাইনালে সারের প্রতিপক্ষ গ্লস্টারশায়ার।

৩০১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নটিংহ্যামশায়ার। সারের হয়ে ১৭ বছর বয়সী স্যাম কারান নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। তার উপর ইংল্যান্ড জাতীয় দলে খেলার কারনে সফরকারীদের দলে ছিলেন না এ্যালেক্স হলস এবং জেমস টেইলর।
কিন্তু মিডল অর্ডারে বেশ ভালই সামাল দিয়েছেন গ্রেগ স্মিথ। ১৩৪ বলে তার করা ১২৪ রানের সাথে সামিত প্যাটেল ও ড্যান ক্রিস্টিয়ানের অর্ধ শতকে নটিংহ্যামশায়ার ম্যাচে ফিরে আসে। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রানে প্রয়োজন হলেও শেষ পর্যন্ত ১০ রান সংগ্রহ করতে পেরেছিল নটিংহ্যাম।

এর আগে তিন ঘন্টা টানা ক্রিজে থেকে ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা নিজের ফিটনেসের দূর্দান্ত প্রমান দিয়েছেন। ১৩৮ বলে ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সহায়তায় তার ব্যাট থেকে এসেছে ম্যাচ জয়ী ১৬৬ রানের ঝকঝকে ইনিংস। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে তিনি মাত্র ২৯টি বল খেলেছেন।

এমআর/পিআর