অর্থের উপর টিকে আছে ভারতীয় ক্রিকেট
ভারতীয় ক্রিকেট কেবল অর্থ ও বাণিজ্যিকীকরণের উপর টিকে আছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ। সোমবার স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মিয়াদাদ, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে বলেন, দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারতীয় বোর্ডের (বিসিসিআই) পিছনে ঘুর ঘুর না করে দলকে আরো শক্ত করার উপায় খুঁজতে হবে। কারণ ভারতীয় দলের তুলনায় পাকিস্তান ক্রিকেট দল অনেক বেশি সম্ভাবনাময়।
পাকিস্তান দলের সাবেক এ কোচ বলেন, আত্মসম্মান ও গৌরব বিসর্জন দিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপন করার প্রয়োজন নেই।
এর আগে সন্ত্রাসি কার্যক্রম বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোন ক্রিকেটীয় সম্পর্ক আশা করা উচিত নয় বলে অনুরাগ ঠাকুরের দেয়া বিবৃতির পর দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজনে বিসিসিআইকে অনুরোধ না করতেও পিসিবির প্রতি আহ্বান জানান ৫৮ বছর বয়সী ‘বড় মিয়া’।
প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইতে সন্ত্রাসি হামলার পর থেকে পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেনি ভারত।
এসকেডি/এমএস