ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্র্যাডম্যানের ব্লেজার নিলামে বিক্রি

প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্লেজারের দাম উঠেছে ১ লাখ ৩২ হাজার অস্ট্রেলীয় ডলার। অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে ব্র্যাডম্যানের ব্যবহৃত ব্লেজারটি নিলামে সোমবার এ দামে বিক্রি হয়েছে। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
 
১৯৩৬-৩৭ সালে প্রথম অ্যাশেজ সিরিজে নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক ব্র্যাডম্যান এ ব্লেজার পড়ে খেলেছিলেন।

নিলাম বিক্রেতা ম্যাক্স উইলিয়ামসন বলেন, ‘এই প্রথম আমরা নিলামের মাধ্যমে ব্লেজার বিক্রি করেছি। আমাদের প্রত্যাশা যা ছিলো, তার চেয়েও অনেক বেশি দামে বিক্রি হয়েছে ব্র্যাডম্যানের ব্লেজারটি।’

এর আগে ব্র্যাডম্যানের বিদায়ী টেস্টের ক্যাপ নিলামে বিক্রি হয়েছিলো। ২০০৮ সালে ওই ক্যাপটি ৪ লাখ ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়।

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে টেস্ট ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ব্র্যাডম্যান। বিশ্বে  অন্যতম সেরা গড়-এর রেকর্ড তার দখলে। ৫২ টেস্টে ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান করেন ব্র্যাডম্যান।

একে/এমএস