ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ালটনের ইয়ূথ অ্যাম্বাসেডর ক্রিকেটার মিরাজ

প্রকাশিত: ১১:১৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক, তরুণ অলরাউন্ডার মোহাম্মদ মেহেদী হাসান মিরাজকে আগামী দুই বছরের জন্য ‘ইয়ুথ এ্যাম্বাসেডর’ করেছে ওয়ালটন গ্রুপ। সোমবার মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এসএম জাহিদ হাসান, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) মোহাম্মদ ফিরোজ আলম, সহকারি পরিচালক (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) রবিউল ইসলাম মিল্টন, পাওয়ার প্লে কমিউনিকেশন এর ব্যবস্থাপনা অংশীদার পলাশ হোসেন প্রমূখ।

মিরাজকে অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়া প্রসঙ্গে ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গণে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ক্রিকেটারদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছি। আমাদের প্রত্যাশা, মেধাবী অলরাউন্ডার মিরাজ একসময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে এবং কাঙ্খিত বিজয় ছিনিয়ে আনবে।

মেহেদী হাসান মিরাজ তার প্রতিক্রিয়ায় বলেন, ওয়ালটনের কাছে আমি কৃতজ্ঞ। ওয়ালটনের মতো একটি বিশাল ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটা আমার কাছে এক বিরাট অনুভূতি, বিশাল পাওয়া। আশা করি এর মাধ্যমে দেশের তরুণ সমাজ এবং বিশেষ করে তরুণ ক্রিকেটাররা অনুপ্রেরণা খুঁজে পাবেন।

এমআর/আরআইপি