ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইসিসির খোঁচায় শচিনের চতুর জবাব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৬ মে ২০১৯

ক্রিকেটটা ছেড়েছেন বেশ কয়েকবছর হয়ে গেছে। শখের বশে বন্ধু ভিনোদ কাম্বলির সঙ্গে নেমেছিলেন নেটে হালকা গা গরম করে নিতে। তা নিয়ে আবার সূক্ষ্ম খোঁচা দিয়ে বসলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তাই বলে ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচিন টেন্ডুলকার কি আর এমনিতেই ছেড়ে দেয়ার পাত্র? মোটেও না। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের যেমন গুঁড়িয়ে দিতেন মাস্টার ব্লাস্টার, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আইসিসির সঙ্গে মজার ছলেও জিতেছেন শচিন। যা রীতিমতো ভাইরাল হয়েছে টুইটারে।

ঘটনা মূলত গত ১১ মে’র। মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএল ফাইনালের আগের দিন নিজের বাল্যবন্ধু ভিনোদ কাম্বলির সঙ্গে ব্যাট-বলের লড়াইয়ে নেমে পড়েন টেন্ডুলকার। যেখানে তিনি বোলিং করছিলেন, ব্যাট হাতে ছিলেন কাম্বলি।

টুইটারে সে খেলার ভিডিও আপলোড করে শচিন লিখেন, ‘মধ্যাহ্ন বিরতিতে ভিনোদ কাম্বলির সঙ্গে নেটে খেলতে পেরে দারুণ লাগছে। বাল্যকালে শিবাজি পার্কে খেলার কথা মনে যাচ্ছিলো বারবার। অনেকেই হয়তো জানেন না, আমি এবং কাম্বলি সারাজীবন একই দলে খেলেছি। কেউ কখনো একে অপরের মুখোমুখি দলে খেলিনি।’

তবে সেদিনের নেটের খেলায় একটি ভুল করে বসেন শচিন। যখন অফস্পিন বোলিং করছিলেন তখন বেশ কিছু ডেলিভারিতে তার সামনে পা পেরিয়ে যায় পপিং ক্রিজ। যা নজরে পড়ে যায় আইসিসির। তারা তৎক্ষণাৎ খোঁচা দিয়ে শচিনের ভিডিও রিটুইট করে লিখে, ‘নিজের সামনের পায়ের দিকে খেয়াল রাখুন, শচিন।’

আইসিসির এ খোঁচায় দমে যাননি শচিন। বরং উত্তর দিয়েছেন দারুণ চতুরতায়। ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করা শচিন প্রতিউত্তরে লিখেন, ‘এখন অন্তত আমি ব্যাটিং করছি না। যেহেতু বোলিং করছি তাই এটা দেখার বিষয় আম্পায়ারের। আর আমরা সবাই জানি আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।’

শচিনের এমন চতুর জবাব সাড়া ফেলেছে ভক্ত-সমর্থকদের মনে। প্রায় সবাই প্রশংসা করছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বরের এমন বুদ্ধিদীপ্ত উত্তরের।

এসএএস/পিআর

আরও পড়ুন