ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রেটিং দাবায় এককভাবে শীর্ষে রাজীব

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১০ মে ২০১৯

মরহুম ডা.আবুল কাশেম চৌধুরী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ‘এ’ ক্যাটাগরির সপ্তম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৬ পয়েন্ট নিয়ে একভাবে শীর্ষে রয়েছেন। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

সাড়ে ৪ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস, সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের মোহাম্মদ আমিনুল ইসলাম, ভারতের সংকুলান ভারতীয় ও সুমিত সাহা।

‘বি’ ক্যাটাগরিতে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। ৬ পয়েন্ট করে নিয়ে ‘বি’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছেন মাসুম হোসেন, স্বর্নাভো চৌধুরী, গোলাম সারোয়ার, মিজানুর রহমান ও ফিরোজ আহমেদ।

শুক্রবার ‘এ’ ক্যাটাগরির সপ্তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রাজীব ক্যান্ডিডেট মাস্টার সুব্রতর সাথে, গ্র্যান্ডমাস্টার জিয়া ফিদে মাস্টার আমিনের সাথে, সুমিত সংকলনের সাথে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সাথে, অভিক সরকার ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ মো. জামাল উদ্দিনের সাথে, নাইম হক ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী মো. মঞ্জুর আলমের সাথে ড্র করেন।

আরআই/এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন