ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতীয় ধারাভাষ্যকারের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:১২ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

চুক্তি ভেঙ্গে আরেকটি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত হওয়ার অপরাধে ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক নভজোৎ সিং সিধুর বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার ইন্ডিয়া। স্টার ইন্ডিয়ার সঙ্গে তিন বছরের চুক্তি ছিল সিধুর। কিন্তু সময় শেষ হওয়ার আগেই অন্য একটি চ্যানেলে গিয়ে উপস্থিত হয়েছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান।

এ সম্পর্কে স্টার ইন্ডিয়া কর্তৃপক্ষের অভিযোগ, চুক্তি মেনে সিধু তাদের উপযুক্ত সময় তো দেননি, উল্টো অন্য একটি চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে গিয়ে চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকা এক্সক্লুসিভিটি ভেঙেছেন। ২০১৩ সালের মে মাসে সিধুর সঙ্গে সাড়ে ২২ কোটি রুপির তিন বছরের একটি চুক্তি হয় স্টার ইন্ডিয়ার। চুক্তি অনুযায়ী সিধু কেবলমাত্র স্টার ইন্ডিয়ার চ্যানেলেই ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখতে পারবেন।

চুক্তির প্রথম বছর অন্তত ১৮০ দিন স্টার ইন্ডিয়ার হিন্দি চ্যানেলে ধারাভাষ্যকার বা বিশেষজ্ঞের ভূমিকায় উপস্থিত থাকতে হতো সিধুকে। চুক্তির আওতায় সাবেক এই ক্রিকেটারকে অগ্রিম আট কোটি রুপি দেয়া হয়। কিন্তু চ্যানেলের অভিযোগ সিধু কেবলমাত্র ৪১ দিন কমেন্ট্রি করেছেন। তবে এ প্রসঙ্গে সিধুর পক্ষ থেকে কোন মন্তব্য আসেনি এখন পর্যন্ত।

এমআর/আরআইপি