ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাদেককে ভোটকেন্দ্রে অভ্যর্থনা সাঈদের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

এক পক্ষের দখলে ভোটকেন্দ্র, আরেক পক্ষের ভোটকেন্দ্রে আসার প্রস্তুতি। হকির নির্বাচন ঘিরে সকাল থেকেই ছিল থমথমে পরিবেশ।

ভোট শুরুর ২ ঘন্টা পরও সাজেদ-সাদেক পরিষদের কেউ না আসায় চারিদিকে নানা গুঞ্জন। অবশেষে ভোটগ্রহণ শুরুর সোয়া ২ ঘন্টা পর কেন্দ্রে ঢুকলেন আবদুস সাদেক। সঙ্গে তার পরিষদের অন্যান্যরা।

সাধারণ সম্পাদক প্রার্থী আবদুস সাদেককে অভ্যথর্না জানালেন তার প্রার্থী সাঈদ। দুইজনের কোলাকুলিতে ভোটকেন্দ্রে তৈরি হলো অভাবনীয় এক দৃশ্য।

Sadek-Syed-1

প্রায় অর্ধযুগ পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্রীড়া ফেডারেশন, হকির নির্বাচন। দুই পক্ষের অংশগ্রহণে জমজমাট এই নির্বাচন নিয়ে উৎসাহ এবং আগ্রহের কমতি নেই।

যদিও নির্বাচনের ঠিক একদিন আগে হঠাৎ করে এনএসসি থেকে ভোট কেন্দ্র ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সরিয়ে নেয়ার কারণে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে দু’পক্ষেরই রয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগ।

এরই মধ্যে আজ (সোমবার) সকাল ১০টায় শুরু হয়েছে হকির বহুল আকাঙ্খিত নির্বাচন। বাইরে শতশত উৎসুক মানুষ, ভেতরে গুমোট এক পরিবেশ। এরই মধ্যে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে বাংলাদেশ হকি ফেডারশনের নিবর্বাচনের ভোট গ্রহণ। বিকাল ৩টা পর্যন্ত চলবে ভোট গ্রহণের কার্যক্রম।

আরআই/এমএমআর/পিআর

আরও পড়ুন