ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইসিআরসি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৭ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

আইসিআরসি আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারীরিক প্রতিবন্ধীদের উৎসাহ দিতেই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। এদিকে সকাল দশটায় উদ্বোধনের কথা থাকলেও বৃষ্টির কারণে পিছিয়ে সকাল ১১ টায় টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শারীরিক প্রতিবন্ধীত্ব কোন রোগ নয়, বরং এটিকে একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের।

শারীরিক প্রতিবন্ধীরাও যে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সেই বার্তা পুরো বিশ্বের দরবারে পৌঁছে দিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) টুর্নামেন্টটি আয়োজন করেছে। যাতে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি নতুন জার্সি তুলে দিলেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক আলম খানের হাতে। সেই সঙ্গে তুলে দিলেন একরাশ স্বপ্ন। যাত্রা শুরু হলো দেশের ক্রিকেটের নতুন এক অধ্যায়ের। যার কাণ্ডারি এখন জীবন যুদ্ধ জয় করা আলমরা।

টুর্নামেন্ট ও বাংলাদেশ দলের শুভেচ্ছা দূত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এমআর/এমএস