ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগ্রহী পাকিস্তান

প্রকাশিত: ১০:২৩ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

চলতি বছর অসাধারণ ক্রিকেট খেলছে টাইগাররা। এরই ধারাবাহিকতায় নভেম্বর-ডিসেম্বরে দুবাইয়ে দ্বি পাক্ষিক সিরিজ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এর আগে চলতি বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে দু’দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি এখন ‍অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই সে সময়ে বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজ খেলতে চাচ্ছে পাকিস্তান।

এ ব্যাপারে বিসিবি`র ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাইমুর রহমান দুর্জয় বলেন, `আমরা পিসিবি থেকে এমন একটি প্রস্তাব পেয়েছি। তবে একই সময়ে বিপিএল অনুষ্ঠিত হওয়ায় এই প্রস্তাবটি গ্রহণ করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে।`

এর আগে চলতি বছরের এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করে পাকিস্তান। যেখানে দলটি টাইগারদের সঙ্গে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলেছিল। ওয়ানডে ও টি-টোয়েন্টির সবগুলো ম্যাচ পাকিস্তান হারলেও টেস্ট সিরিজে ১-০তে জয় লাভ করে।

এমআর/পিআর