ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঘরোয়া ক্রিকেটে চালু হচ্ছে ডোপ টেস্ট

প্রকাশিত: ০৩:০৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো ডোপ টেস্ট আইন চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের তৃতীয় আসরে থেকেই চালু হচ্ছে ডোপ টেস্ট। এ আইনে স্থানীয় সকল ক্রিকেটারদের ডোপ টেস্টের আওতায় আনা হবে।

অনুমোদনহীন ড্রাগের ছোবলে যেন না পড়ে ক্রিকেটাররা সে জন্যই আগেই ব্যবস্থা নিচ্ছে বিসিবি। বোর্ড সভার আগামী মিটিংয়ে `অ্যান্টি ডোপিং কোড` এর সংশোধিত আইনটি অনুমোদন দেওয়া হবে। তবে মূলত আইসিসির পরামর্শে ঘরোয়া ক্রিকেটে এই টেস্ট শুরু করছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, `আমরা চাইছি আমাদের কোনো একটি প্রথম শ্রেণির টুর্নামেন্টে এটি চালু করতে। তবে সময়ের কারণে জাতীয় লীগে সেটা সম্ভব নাও হতে পারে। কিন্তু বিপিএলে অবশ্যই আমরা এটা চালু করব।`

এর আগে শুধু আন্তর্জাতিক টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের ডোপ টেস্ট করা হতো। ঘরোয়া ক্রিকেটে ডোপ টেস্ট হতো না। ফলে জাতীয় দলের ক্রিকেটার বাদে আর কাউকে ডোট টেস্টের মুখোমুখি হতে হতো না।

আরটি/এআরএস/এমএস