ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্বিতীয় দিন শেষে পাঁচে সিদ্দিকুর রহমান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের দ্বিতীয় দিন শেষে লিডারবোর্ডে পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। তিনি পারের চেয়ে ৮ শট কম খেলে আরো দুইজনের সমান্তরালে আছেন। তবে নতুন নিয়মে তার স্থান হয়েছে পাঁচে।

সাড়ে ৩ লাখ ডলার প্রাইজমানির এই এশিয়ান ট্যুরে দ্বিতীয় দিন শেষে শীর্ষে আছেন থাইল্যান্ডের সাদোম কায়োকায়জানা। এই থাই গলফার খেলেছেন পারের চেয়ে ১৫ শট কম।

দ্বিতীয় দিনে আলো ছড়িয়েছেন বাংলাদেশের আরেক গলফার আকবর হোসাইন। পারের চেয়ে ৭ শট কম খেলে তিনি আছেন লিডারবোর্ডের ১০ম স্থানে। বাংলাদেশের নাজিম পারের চেয়ে ৬ শট কম খেলে আছেন ১৭তম স্থানে।

প্রথম দিনে চমক দেখানো মুহাম্মদ মুয়াজ খারাপ করেছেন দ্বিতীয় দিনে। পারের চেয়ে ৩ শট কম খেলে তিনি ৩০ নম্বরে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

আরআই/এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন