ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বঙ্গবন্ধু কাপ গলফের লোগো উন্মোচন অনুষ্ঠানে বলিউড তারকা সঞ্জয় দত্ত

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৮ মার্চ ২০১৯

বুধবার ঢাকার কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন। বৃহস্পতিবার হয়ে গেলো প্রতিযোগিতার লোগো উন্মোচন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। লোগো উন্মোচন করেছেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

৩-৬ এপ্রিল কুর্মিটোলা গলফ কোর্সে এশিয়ান ট্যুরের আসর। পঞ্চমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। ২২ দেশের ১৫৬ গলফার অংশ নিবেন এবারের প্রতিযোগিতায়। বাংলাদেশের ৪৬ গলফার অংশ নেবেন। তবে সবাই পেশাদার নন; ৬ জন আছেন অ্যামেচার গলফার।

সঞ্জয় দত্ত তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার বাবা প্রয়াত সুনীল দত্ত ঢাকায় এসেছিলেন। আমার বাবার সঙ্গ বঙ্গবন্ধুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বাংলাদেশে আসলে বঙ্গবন্ধুর কথা মনে পড়ে।’

আরআই/আইএইচএস/

আরও পড়ুন