ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শুক্রবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৬ অক্টোবর ২০১৪

প্রায় দেড় মাসের সফরের একটি পূর্নাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এদিন বিকাল ৫টা ২০ মিনিটে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমানটি।

প্রায় দেড় মাসের সফরে বাংলাদেশের বিপক্ষে ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম ভেন্যুতে। আগামী ২৫ অক্টোবর টেস্ট সিরিজ শুরুর আগে স্বাগতিকদের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে সফরকারীরা। ২০ অক্টোবর ফতুল্লায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। সফরের দ্বিতীয় টেস্ট ৩ নভেম্বর শুরু হবে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে।

এরপর চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর। একই ভেন্যূতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ২টি ২১ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ ৩টি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ঘরের মাঠে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের জন্য ইতিমধ্যে ৩২ সদস্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।