ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়াসিম আকরামের কাছে ক্ষমা চাইলো গুলিবর্ষণকারী

প্রকাশিত: ০৬:৪৪ এএম, ৩১ আগস্ট ২০১৫

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের উপর গুলিবর্ষণকারী প্রধান সন্দেহভাজন ব্যক্তি তার কাছে ক্ষমা চেয়েছেন। ওয়াসিম আকরামের কাছে একটি পত্র লেখে ঐ ব্যক্তি নি:শর্ত ক্ষমা চেয়ে ঘটনাটিকে `অত্যন্ত দু:খজনক` হিসেবে অভিহিত করেছেন।

ক্ষমা চেয়ে ঐ ব্যক্তি আরও লেখেন, তিনি এবং তার পরিবার আকরামের একনিষ্ঠ ভক্ত। ঐ ঘটনার পর তিনি তার পরিবারের সদস্যদের কাছ থেকেও প্রবল বিরোধীতার সমুখীন হয়েছেন। সুলতান অব সুয়িং হিসেবে পরিচিত সাবেক এ অলরাউন্ডারকে দেশের জাতীয় বীর উল্লেখ করে পুরো ঘটনাটিকেই ভুল বুঝাবুঝি হিসেবে অভিহিত করেন তিনি।

উল্লেখ্য, গত ৬ আগস্ট করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার পথে কারসাজ এলাকায় ওয়াসিম আকরামের গাড়ী লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছিল।

এমআর/পিআর