ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চোটের কারণে প্রথম টেস্টে নেই রাজ্জাক

প্রকাশিত: ০৮:১২ এএম, ১৬ অক্টোবর ২০১৪

এমনিতেই সাম্প্রতিক সময়ে টেস্ট দলে নিয়মিত নন স্পিনার অাব্দুর রাজ্জাক। তার উপর অাসন্ন সিরিজের প্রথম টেস্টে তার না থাকা একেবারে নিশ্চিত করে দিয়েছে হ্যামস্ট্রিংয়ের চোট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মিরপুরে গত সোমবার অনুশীলন করতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান রাজ্জাক। এর একদিন পর স্ক্যান রিপোর্টে চোট ধরা পড়ে ৩২ বছর বয়সী এই স্পিনারের। সূত্রে অারও জানা গেছে, চোট অত গুরুতর নয় তবে ঠিকমতো পরিচর্যা হলে নভেম্বরের প্রথম সপ্তাহেই মাঠে ফিরতে পারবেন তিনি।

গত ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে ছিলেন না অভিজ্ঞ স্পিনার অাব্দুর রাজ্জাক। রাজ্জাক সর্বশেষ বাংলাদেশর হয়ে টেস্ট খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। রাজ্জাক ১২ টেস্টে ১৮ ইনিংসে নিয়েছেন ২৩টি উইকেট।