ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সোয়ানসির কাছে হারলো ম্যানইউ

প্রকাশিত: ০৫:০৭ এএম, ৩১ আগস্ট ২০১৫

চলতি মৌসুমে প্রথমবার হারের স্বাদ পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। হারের পাশাপাশি এই ম্যাচে নিজদের দুর্বল পারফরমেন্স কোচ লুইস ফন হালের কপালে দুশ্চিন্তার ছাপ ফেলেছে। সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে গেছে রেড ডেভিলরা।

রোববার সোয়ানসির লিবার্টি স্টেডিয়ামে ১৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন অধিনায়ক রুনি। লুক শর বাড়ানো বল ফাঁকায় পেয়ে যান তিনি। কিন্তু বলকে নিয়ন্ত্রণে নিতে না পাড়ায় হতাশার আগুনে পুড়তে হয় তাদের।

২৫ মিনিটে পিছিয়ে পরতে পারতো ম্যানইউ। ফ্রি কিক থেকে ফাঁকায় বল পেয়ে যান জিলফি সিগুর্ডসন। কিন্তু তার শট বার ঘেঁষে বাইরে চলে গেলে রক্ষা পায় রুনির দল। দুই মিনিট পর আবার ভাগ্যের কারণে রক্ষা পায় ম্যানইউ। চার জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ফরাসি স্ট্রাইকার বাফেতিম্মি গোমিসের নেয়া শট বার পোস্টে লেগে বাইরে চলে যায়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় রুনিরা। ৪৮তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার লুক শর শট ফাঁকায় দাঁড়ানো রুনি ধরতে না পারলে বল পেয়ে যান হুয়ান মাতা। দুর্দান্ত শটে বল জালে জড়ান স্প্যানিশ এই মিডফিল্ডার। চার মিনিট পর মেমফিস ডিপাইয়ের শট ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলানো বল দুর্দান্তভাবে রক্ষা করেন গোলরক্ষক লুকাস ফাবিয়েনাস্কি।

৬১ মিনিটে রুনির ভুলে বল পেয়ে ডিফেন্ডার বল সামনে জিলফি সিগুর্ডসনকে দেন। সিগুর্ডসনের ক্রস থেকে দারুণ এক হেডে স্বাগতিকদের সমতায় ফেরান আন্দ্রে আইয়ু। পাঁচ মিনিট পর এগিয়ে যায় সোয়ানসি সিটি। ঘানার স্ট্রাইকার আন্দ্রে আইয়ুর বাড়ানো বলে কোনাকুনি শটে বল জালে জড়ান বাফেতিম্মি গোমিস।

নির্ধারিত সময়ের খেলা শেষ হবার দুই মিনিট আগে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় ম্যানইউ। কিন্তু আবারো অধিনায়ক রুনি বল শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে না পাড়ায় ১-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফন হাল শিষ্যদের।

এই জয়ে লিগের পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো সোয়ানসি। এক পয়েন্ট কম নিয়ে সোয়ানসির পরেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরটি/এআরএস/এমএস