পদত্যাগ করলেন আলজেরিয়া ফুটবল কোচ
আলজেরিয়া ফুটবল দলের কোচ বাহিদ হালিহোদিচ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিশ্বকাপ নকআউট পর্ব থেকে দল বিদায় নেয়ার পর এমন ঘোষণা দিলেন তিনি। দেশটির রাষ্ট্রপতির অনুরোধ সত্ত্বেও কোচ হিসেবে না থাকার সিদ্ধান্তে অটল থাকেন হালিহোদিচ। বসনিয়ার ৬১ বছর বয়সী এ কোচের অধীনে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে পৌঁছে আলজেরিয়া দল। নকআউট পর্বে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জার্মানির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ডেজার্ট ফক্সরা। আলজেরিয়ান ফুটবল ফেডারেশনের (এফএএফ) নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, এফএএফ’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গর্ব করার রেকর্ড নিয়ে আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি। তিন বছর যাবত আমি আলজেরিয়ায় দায়িত্ব পালনকালে সকলের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দলের খেলোয়াড়দের। বিশ্বকাপের পরই হালিহোদিচের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু থেকে যাওয়ার অনুরোধ সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল তিনি। এইচ গ্রুপে আলজেরিয়া ৪-২ গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করার পর রাশিয়ার সঙ্গে ড্র করে। এ ছাড়া এগিয়ে থেকেও বেলজিয়ামের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করে নকআউট পর্বে দলটি। অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ২-১ গোলে পরাজিত হলেও দারুণ পারফরমেন্স করে বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে আলজেরিয়া দল। দেশটির রাষ্ট্রপতিকেও ধন্যবাদ জানান হালিহোদিচ। ২০১১ সালে তিন বছরের চুক্তিতে আলজেরিয়া দলের কোচের দায়িত্ব নিয়ে ডেজার্ট ফক্সদের ২০১৩ আফ্রিকান নেশনস কাপ এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করান তিনি।