ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তৃতীয় দিন শেষে এগিয়ে ভারত

প্রকাশিত: ১২:০৭ পিএম, ৩০ আগস্ট ২০১৫

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এগিয়ে আছে সফরকারী ভারত। তৃতীয় দিন শেষে ভারতের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৩২ রান, হাতে রয়েছে ৭টি উইকেট।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে দলীয় ৪৭ রানের মাথায় টপঅর্ডারের ছয় ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। ভারতীয় পেসারদের দাপটে ওপেনার উপল থারাঙ্গা (৪ রান), কুশল সিলভা (৩ রান), করুনারত্নে (১১ রান), চান্দিমাল (২৩ রান), অ্যাঞ্জেলো ম্যাথুজ (১ রান), থিরিমান্নে (শূন্য রান) করে বিদায় নেন।

তবে, দলকে টেনে তোলার দায়িত্ব বেশ ভালোই পালন করেন সাত নম্বরে নামা অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা এবং নয় নম্বরে নামা রঙ্গনা হেরাথ। এ দু’জন স্কোরবোর্ডে ৭৯ রান যোগ করেন। পেরেরা ৫৬ বলে ৯টি চারে ৫৫ রান করে বিদায় নেন। হেরাথ ৮৪ বলে ৮টি চারে করেন ৪৯ রান। শেষ সময়ে ধাম্মিকা প্রসাদ করেন ২৭ রান। ভারতের হয়ে ইশান্ত শর্মা একাই তুলে নেন ৫টি উইকেট। এছাড়া স্টুয়ার্ট বিনি ও অমিত মিশ্র দুটি করে উইকেট দখল করেন।

এদিকে ১১১ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা টিম ইন্ডিয়া তৃতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে তুলেছে মাত্র ২১ রান।
সাজঘরে ফিরেছেন আগের ইনিংসে অপরাজিত শতক হাঁকিয়ে মহাকাব্যিক এক ইনিংস খেলা চেতস্বর পুজারা। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে কোনো রানই আসেনি। আরেক ওপেনার লোকেশ রাহুল ২ আর অজিঙ্কা রাহানে ৪ রান করে বিদায় নেন। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে মাত্র ৮.১ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় টিম ইন্ডিয়া। উইকেট অপরাজিত আছেন এক রান করা বিরাট কোহলি আর ১৪ রান করা রোহিত শর্মা।

এমআর/পিআর