টাইগারদের জার্সিতে করের প্রচারণা
কর নিয়ে সাধারণ মানুষের ভেতর সচেতনতা বৃদ্ধি করতে মাশরাফি-সাকিবদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার বাংলাদেশ খেলোয়াড়দের জার্সিতে `কর সংক্রান্ত তথ্যসম্বলিত স্লোগান` অন্তভুর্ক্তির সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। আর চলতি বছর থেকেই তাদের এনবিআর’র ‘ট্যাক্স অ্যাম্বাসেডর’ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
এনবিআর সূত্র জানায়, দেশের মাত্র ১ শতাংশ মানুষ কর নেটওয়ার্কের আওতায় রয়েছে। ইতোমধ্যে দেশের অর্ধেক মানুষকে কর আওতায় আনার উদ্যোগও নিয়েছে সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী ক্রিকেট, ফুটবল, হকি, দাবাসহ সব জাতীয় দলের খেলোয়াড়দের জার্সিতে কর সংক্রান্ত তথ্যসম্বলিত স্লোগান অন্তর্ভুক্ত করা হবে। খেলোয়াড়রা এ প্রচারণায় অংশ নিলে সাধারণ মানুষের ভেতর সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন রাজস্ব কর্মকর্তারা।
এছাড়া চলতি অর্থবছর থেকে সারাদেশে জরিপ কার্যক্রম বাড়ানো, নতুন সম্ভাবনাময় ক্ষেত্র খুঁজে বের করাসহ বেশ কিছু নতুন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজস্ব সংলাপ, ডকুমেন্টারি ও খেলোয়াড়-সেলিব্রেটির মাধ্যমে মানুষকে সচেতন করা।
এমআর/পিআর