ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ খেলতে দিল্লির পথে শ্যুটিং দল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:০৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

বিশ্বকাপে অংশ নিতে ভারত গেলেন ১১ জন জাতীয় শ্যুটার। বৃহস্পতিবার ভারতের দিল্লিতে শুরু হয়েছে শ্যুটিংয়ের সর্বোচ্চ এ প্রতিযোগিতা। ১৪ সদস্যের বাংলাদেশ দল শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

১১ শ্যুটারের সঙ্গে গিয়েছেন দুই কোচ ও একজন কর্মকর্তা। রাইফেল কোচ হিসেবে যাত্রাসঙ্গী হয়েছেন গোলাম সফিউদ্দিন খান ও পিস্তল কোচ কোরিয়ান কিম ইল ইয়ং।

শ্যুটারদের ৬ জন পিস্তল ইভেন্টে এবং ৫ জন রাইফেলে। আবদুল্লাহ হেল বাকি, রবিউল ইসলাম, অর্ণব শারার লাদিফ, সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা অংশ নেবেন রাইফেলে।

পিস্তল ইভেন্টে অংশ নেবেন শাকিল আহমেদ, নুর হাসান আলিফ, আবদুর রাজ্জাক, আরদিনা ফেরদৌস, আরমিন আশা ও নিলুফা ইয়াসমিন।

আরআই/এসএএস/এমকেএইচ

আরও পড়ুন