চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো ম্যানইউ
ওয়েইন রুনির হ্যাটট্রিকে আবারো চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ অধিনায়কের দুর্দান্ত নৈপুণ্যে ক্লাব ব্রুজকে উড়িয়ে দিয়েছে লুইস ফন হালের দল। ২০১৩-১৪ ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে থাকতে না পারায় গতবার চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পায়নি তারা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ফিরতি লেগে ৪-০ ব্যবধানের সহজ জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে নিজেদের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে জিতে এগিয়ে থেকে প্রতিপক্ষের মাঠে নেমেছিল ইউনাইটেড। দুই লিগ মিলে ৭-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল তিনবারের চ্যাম্পিয়নরা।
বুধবার রাতে জান ব্রেইডেলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ইংলিশ জায়ান্টরা। ফল সরূপ ২০ মিনিটে এগিয়ে যায় তারা। ডাচ স্ট্রাইকার মেমফিস ডিপাই দুই জনকে কাটিয়ে পাঁচ ডিফেন্ডারের মাঝ দিয়ে ফাঁকায় দাঁড়ানো ওয়েইন রুনিকে বল বাড়িয়ে দেন। সে বল ধরে গোলরক্ষককে পরাস্ত করতে কোন ভুল করেননি এই ইংলিশ অধিনায়ক।
দ্বিতীয়ার্ধের ৩ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ডিফেন্ডারের ভুলে মাঝ মাঠে বল পেয়ে যান ডিপাই। এগিয়ে গিয়ে বল দেন আন্দের হেরেরাকে। হেরেরার আড়াআড়ি শট থেকে আলতো টোকায় বল জালে জড়ান রুনি। ৫৭ মিনিটে হুয়ান মাতা তিন জন ডিফেন্ডারকে কাটিয়ে বল দেন রুনিকে। তার পাস থেকে বল পেয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
৬৩ মিনিটে জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগার নিজেদের প্রান্ত থেকে লম্বা পাস বাড়ান হেরেরার উদ্দেশে। বল ধরে গোলরক্ষককে একা পেয়ে ডান প্রান্ত দিয়ে বল জালে জড়ান এই স্প্যানিশ মিডফিল্ডার।
৮১তম মিনিটে পেনাল্টি পায় ম্যানচেস্টার ইউনাইটেড। জেভিয়ার হার্নান্দেসের ডান প্রান্তে নেয়া শট বারপোস্টের বাইরে দিয়ে চলে যায়। শট নেবার সময় পরে গিয়েছিলেন এই মেক্সিকান স্ট্রাইকার। তবে গোল না করতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেই মাঠ ছাড়ে ইউনাইটেড।
আরটি/আরএস/আরআইপি