ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হকি ফেডারেশনের আমন্ত্রণপত্রকে ‘অভদ্রতা’ বলছে মেরিনার্স-উষা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

গত প্রিমিয়ার হকি লিগের চ্যাম্পিয়ন মোহামেডানকে ট্রফি গ্রহণের জন্য যে আমন্ত্রণপত্র দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন, সেটাকে ‘অভদ্রতা’ হিসেবে দেখছে ঘরোয়া হকির অন্যতম দুই শীর্ষ ক্লাব মেরিনার্স ও ঊষা ক্রীড়া চক্র।

মেরিনার্স ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানা বলেছেন, ‘আমাদের ক্লাবে মাত্র একটি আমন্ত্রণপত্র দিয়েছে সভাপতিকে। আমাদের সিদ্ধান্ত অনুষ্ঠান বর্জনের। শুনলাম চ্যাম্পিয়ন মোহামেডানকে ট্রফি আনতে বলেছে সর্বোচ্চ ১০ জন গিয়ে। অথচ আমরা গত লিগের ট্রফি আনতে গিয়েছিলাম ২০ জনের মতো। চ্যাম্পিয়ন দলকে এ ধরনের চিঠি দেয়া চরম অভদ্রতা। তারা মাঠে ডেকেই ট্রফি দিতে পারতো। আসলে এই অ্যাডহক কমিটির কাছে এর চেয়ে বেশি কিছু আশাও করি না।’

ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার জাগো নিউজের কাছে ফেডারেশনের এ ধরণের চিঠিতে বিস্ময় প্রকাশ করেছেন। ‘আমি মোহামেডানকে দেয়া চিঠিটি দেখেছি। যাদের শস্তি দেয়া হয়েছে তাদের অনুষ্ঠানে যেতে বারণ করা হয়েছে। এটা মৌখিকভাবে বলা যেতে পারতো। আমন্ত্রণপত্রে এভাবে উল্লেখ করে দেয়াকে আমি বলবো ‘অভদ্রতা ও দুঃসাহস। এভাবে ফেডারেশন কোনো চ্যাম্পিয়ন দলকে চিঠি দিতে পারে না।’

ঘরোয়া হকির অন্যতম শীর্ষ ক্লাব ঊষা ক্রীড়া চক্র। সাবেক চ্যাম্পিয়নরা সর্বশেষ প্রিমিয়ার লিগে অংশ নেয়নি। যে কারণে তাদের নামিয়ে দেয়া হয়েছে প্রথম বিভাগ লিগে। তবে পুরনো ঢাকার ক্লাবটি প্রথম বিভাগে খেলবে কিনা, তা নিশ্চিত নয়। এমন কী ফেডারেশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও তারা করবে না। আবদুর রশিদ শিকদার বলেছেন, ‘এই কমিটির কাছে বিচার চেয়ে লাভ কী?’

চ্যাম্পিয়ন ক্লাবকে এ ধরনের আমন্ত্রণপত্র কেন দেয়া হলো, তা জানতে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেককে মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

আরআই/এমএমআর/এমএস

আরও পড়ুন