ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাঙ্গাকারাকে কোহলির চিঠি

প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৫ আগস্ট ২০১৫

গলে কলম্বো টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলংকার অন্যতম সেরা খেলোয়াড় কুমার সাঙ্গাকারা। এর সাথে ইতি টানলেন ১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের। তার এমন অবসর অনেকেই মেনে নিতে পারছেন না। ব্যতিক্রম নন বিদায়ী টেস্টের প্রতিপক্ষ দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি আবেগের বশঃবর্তী হয়ে তাকে একটি চিঠিই লিখে ফেলেছেন। সাঙ্গাকারাকে চিঠিতে কোহলি লেখেন,

প্রিয় কুমার,
আমি প্রথমে তোমাকে একজন মানুষ হিসেবে চিনতে পারাটা আমার জন্য ছিল দারুণ কিছু। এবং তোমার ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স ও অর্জন কোনো শব্দ দিয়েই বর্ণনা করা যাবে না। ক্রিকেটে তুমি অনেকের কাছে প্রেরণার নাম, তাদের পথ প্রদর্শক। আমি গর্বিত তোমার সঙ্গে ক্রিকেটের মাঠে খেলতে পেরেছি বলে। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। ঈশ্বও তোমার মঙ্গল করুক। তুমি তোমার পরিবার নিয়ে সব সময় সুখে থাকো।

এমআর/আরআইপি