ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতীয় বোলার ইশান্ত শর্মার জরিমানা

প্রকাশিত: ১০:২৩ এএম, ২৪ আগস্ট ২০১৫

অশোভন আচরণের দায়ে ভারতীয় পেসার ইশান্ত শর্মাকে জরিমানা করা হয়েছে। শ্রীলংকার বিপক্ষ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দুইবার মাঠের মধ্যে অশোভন আচরণের দায়ে ইশান্ত শর্মাকে ম্যাচ ফি’র ৬৫ শতাংশ জরিমানা করা হয়।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়, `ব্যাটসম্যানকে আউট করার পরে তার প্রতি বাজে ভাষা, বাজে অঙ্গভঙ্গি করার দায়ে খেলোয়াড় কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন শর্মা। এ জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।`

কলম্বো টেস্টের তৃতীয় দিনে শনিবার ইশান্ত শর্মা প্রথমে লংকান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে আউট করার পরে তাকে উত্তেজিত করার চেষ্টা করেছেন। এ জন্য তার ম্যাচ ফি`র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এর তিন ওভার পরে আবারো দিনেশ চান্ডিমালের প্রতি একই আচরণ করার দায়ে তাকে আরো ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ রেফারি এন্ডি প্রিক্রফট জানিয়েছেন, প্রথম আচরণের তুলনায় দ্বিতীয়বার শর্মা আরো বেশী আগ্রাসী হওয়ায় তার জরিমানার পরিমাণ বেড়েছে। আইসিসি জানিয়েছে, বাজে আচরণের বিষয়টি শর্মা পিক্রফটের কাছে স্বীকার করেছেন।

এমআর