বড় জয়ে সিরিজে সমতা আনলো ভারত
রবিচন্দন অশ্বিনের বোলিং তোপে পরে কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টে জয় পেয়েছে ভারত। স্বাগতিকদের ২৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো সফরকারীরা।
গলে সোমবার সকালে ৪১৩ রানের বিশাল লক্ষ্যকে সামনে রেখে আগের দিনের দুই উইকেটে ৭২ রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা। কিন্তু মাত্র ৪২ রান যোগ করতেই শেষ আটটি উইকেট হারায় তারা। ৪৩.৪ ওভার খেলে মাত্র ১৩৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।
পঞ্চম দিন সকালে ব্যাট করতে নেমে প্রথমেই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে(২৩) হারায় শ্রীলঙ্কা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে আর ঘুরে দাঁড়াতে পারেনি দ্বীপ দেশটি। ওপেনার করুনারত্নের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৬ রান। এরপর দিনেশ চান্দিমাল ১৫ এবং থিরামান্নের ১১ ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় পৌঁছুতে পারেনি।
ভারতের হয়ে ৪২ রান দিয়ে সর্বোচ্চ ৫টি উইকেট তুলে নেন অশ্বিন। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া আরেক স্পিনার অমিত মিশ্র ২৯ রানে পান ৩টি উইকেট।
এ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ১৭ উইকেট নিয়ে ভারতের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক সিরিজে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন অশ্বিন। হরভজন সিংকে টপকে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
এর আগে এর আগে ভারত তাদের প্রথম ইনিংসে লোকেশ রাহুলের শতকে ৩৯৩ রান করে। প্রথম ইনিংসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের শতকে ৩০৬ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।
আরটি/এমআর