ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিনসিনাটিতে শিরোপা জিতলেন সেরেনা

প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৪ আগস্ট ২০১৫

সিমোনা হেলেপকে হারিয়ে সিনসিনাটি টেনিস মাস্টার্সের শিরোপা ধরে রাখলেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। চলতি বছরে এটি তার পঞ্চম শিরোপা।

রোববার ‘ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন’ ওপেনে ধীর গতিতে শুরু করলেও প্রথম সেট ৬-৩ গেমে সহজেই জিতে নেন সেরেনা। তবে পরের সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন হেলেপ। শেষ পর্যন্ত ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠেন সেরেনা।

আগামী ৩১ আগস্ট শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন। এর আগে চলতি বছরে মেজর তিন ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বল্ডন জয় করেছেন এই তারকা। আর তাই সেখানে বছরের চারটি মেজর শিরোপা জয়ের ইতিহাসের সামনে দাঁড়িয়ে এই মার্কিন কৃষ্ণ সুন্দরী। এই জয়ে তার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পেলো।  

জয়ের পর ৩৪ বছর বয়সী এই তারকা বলেন, ‘জিতলাম কি হারলাম এতে আমি পরোয়া করি না। আমি আগামী ওপেনে (ইউএস ওপেন) খেলার জন্য মুখিয়ে রয়েছি। ’

আরটি/এআরএস/এমএস