বার্সা জয় পেলেও রিয়ালের ড্র
বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের জয়ের দিনে ড্র করেছে তারকাখচিত দল রিয়াল মাদ্রিদ। দুই মৌসুম পর লা লিগায় ফেরা স্পোর্টিং গিহনের সঙ্গে ড্র করেছে লিগার শিরোপা জেতার স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করে শুরুতেই বার্সা ও আতলেতিকোর চেয়ে পিছিয়ে পড়লো রোলানদো-বেলরা।
রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেস আশা করেছিলেন, গিহনের বিপক্ষে গোলের দেখা পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা। কিন্তু গোল পাননি কেউই। খেলার ১২তম মিনিটে লুকা মদ্রিচের দারুণ পাস নিয়ন্ত্রণে নিলেও লক্ষ্যে রাখতে পারেননি বেল।
৩৩তম মিনিটে গোলের জন্য প্রথম শট নেন রিয়ালের সবচেয়ে বড় তারকা রোনালদো। তার সেই প্রচেষ্টাটি ব্যর্থ করে দেন গিহনের গোলরক্ষক ইভান কুয়েয়ার। তবে অল্প কিছুক্ষণ পরেই বেঁচে যায় রিয়াল। গুয়েররোর হেড ক্রসবারের ভেতরের কানায় লেগে গোললাইনে পড়ে বাইরে চলে আসে, খুব অল্পের জন্য গোল পায়নি স্বাগতিকরা।
বিরতির পর শুরুতেই ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগরিতকরা। মার্সেলোকে ফাঁকি দিয়ে কার্লোস কারমোনা হেড করলেও গোল পোস্টে বল ঢোকাতে পারেননি তিনি।
শেষ ১৫ মিনিটে একের পর এক আক্রমণ গড়ে তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। কিন্তু রোনালদো, রদ্রিগেসদের ব্যর্থতায় শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
বিএ