ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রশিক্ষণ নিতে ইরান যাচ্ছেন পাঁচ কুস্তিগীর

প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৩ আগস্ট ২০১৫

ইরানের রাজধানী তেহরানে আগামী ২৪ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে কুস্তি প্রশিক্ষণ ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকেও। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন তাদের পাঁচ কুস্তিগীরকে তেহরান পাঠাচ্ছে। সোমবার সকাল ১০টায় তেহরানের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা।

কুস্তিগীররা হলেন- মো. বিল্লাল হোসেন (৯৭ কেজি), শাহীনুল ইসলাম (৭৪ কেজি), আল রাজীব (৭০ কেজি), সুজন দাশ (৬৫ কেজি) ও মেজবাউল মোকাররম (৬১ কেজি)।

এই প্রশিক্ষণ ক্যাম্প বাংলাদেশের খেলোয়াড়দের আসন্ন এসএ গেমসে ভালো করার ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করেন খেলোয়াড় বিল্লাল হোসেন। এবারই প্রথম প্রশিক্ষণ নিতে বিদেশ যাচ্ছেন বলেও জানান তিনি। তবে এর আগে তিনি বেশ কয়েকবার বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি ও ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন,  এই ধরণের প্রশিক্ষণ ক্যাম্প খেলোয়াড়দের বেশ কাজে লাগে। খেলোয়াড়রা অনেক কিছু শেখার সুযোগ পায়। এই ক্যাম্পে অংশ নিতে আমাদের আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে বিষয়টি সাদরে গ্রহণ করি। এই ধরণের ক্যাম্পকে আমরা সব সময়ই সাধুবাদ জানাই। আশা করছি খেলোয়াড়রা ভালো কিছু শিখে আসন্ন এসএ গেমসে তা কাজে লাগাবে।

আরটি/এএইচ/আরআইপি