রিচার্ড হ্যালসলের সাথে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর
জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসেন হ্যালসল শনিবার দেশে আসার পর রোববার দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ি বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে আগামি ২ বছর কাজ করবেন হ্যালসল।
এর আগে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) চাকরি ছেড়ে গত আগস্টেই বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন রিচার্ড হ্যালসল। ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিকুর রহীমদের সঙ্গেই ছিলেন তিনি।
বিসিবি কার্যালয়ে এসে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন নতুন ফিল্ডিং কোচ। এ সময় বিসিবির কর্মকর্তাদের সঙ্গে কুশলবিনিময় করেছেন হ্যালসল। সোমবার সাংবাদিকদের কাছে বাংলাদেশ জাতীয় দল নিয়ে নিজের ভাবনার কথা জানাবেন হ্যালসল।