ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফলো-অনে ইংল্যান্ড

প্রকাশিত: ১১:৪১ এএম, ২২ আগস্ট ২০১৫

ওভালে পঞ্চম ও সিরিজের শেষ টেস্টে ফলো-অনে পড়েছে স্বাগতিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮১ রানের জবাবে স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয় ১৪৯ রানে। ফলো-অনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিকরা।

ম্যাচের তৃতীয় দিনে মইন আলি ও মার্ক উড চেষ্টা করেছিলেন; কিন্তু ইংল্যান্ডের ফলো-অন এড়ানোর জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। পরপর দুই বলে এই দুই ব্যাটসম্যানকে বিদায় করে স্বাগতিকদের ফলো-অন নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন।

শনিবার লন্ডনের কেনিংটন ওভালে ৮ উইকেটে ১০৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মইন ও উড দলকে দেড়শ` রানের কাছাকাছি নিয়ে যান।

জনসনের বলে ১০ নম্বর ব্যাটসম্যান উড (২৪) মিচেল স্টার্কের ক্যাচে পরিণত হলে ভাঙে ৫৭ রানের জুটি। পরের বলে মইনকে (৩০) পিটার নেভিলের গ্লাভসবন্দি করে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দেন জনসন।

অস্ট্রেলিয়ার জনসন ও মিচেল মার্শ তিনটি করে উইকেট নেন।

এমআর