ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেমিফাইনালে ফেদেরার-জকোভিচ

প্রকাশিত: ০৮:১২ এএম, ২২ আগস্ট ২০১৫

সিনসিনাটি টেনিস মাস্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার ও নোভাক জকোভিচ। লোপেজকে হারিয়ে ফেদেরার আর ওয়ারিঙ্কাকে হারিয়ে জকোভিচ শেষ চার নিশ্চিত করেন।

প্রতিযোগিতার শীর্ষ বাছাই জকোভিচ ৬-৪, ৬-১ গেমে পরাজিত করেছেন সুইজারল্যান্ডের তারকা ওয়ারিঙ্কাকে। এর মাধ্যমে ফরাসি ওপেনের ফাইনালে ওয়ারিঙ্কার কাছে হেরে যাওয়ার প্রতিশোধ নিয়েছেন জকোভিচ।

এদিকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন সাবেক নাম্বার ওয়ান রজার ফেদেরার। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে।

এমআর