ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু

প্রকাশিত: ০৬:১৯ এএম, ২২ আগস্ট ২০১৫

মাশরাফি ও সাকিবকে ছাড়াই  জাতীয় দল ও দলের বাইরে থাকা শীর্ষ ২৫ জন ক্রিকেটারকে নিয়ে মিরপুরে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে আজ। ক্যাম্প চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আজ সকালে জাতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়নের কাছে শীর্ষ ২৫ এই ক্রিকেটারের রিপোর্ট করার কথা রয়েছে।

২৭ সদস্যের কন্ডিশনিং ক্যাম্পে জাতীয় দলের বিভিন্ন ফরম্যাটের ক্রিকেটারদের সঙ্গে আল আমিন হোসেন, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, শুভাগত হোম, রনি তালুকদার, আবুল হাসানের মতো ক্রিকেটাররাও রয়েছেন।

কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক বিজয়, রনি তালুকদার, মো: মিথুন, লিটন কুমার দাস,  সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা,  তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু,  মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও আল আমিন হোসেন।

মূলত আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হতেই শুরু হচ্ছে ক্যাম্প। ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে অজিরা।

এমআর