ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রস্তুত বোল্ট

প্রকাশিত: ০৬:৩১ এএম, ২১ আগস্ট ২০১৫

শনিবার বেইজিংয়ের বার্ড নেস্টে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। যথারীতি জ্যামাইকার হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন উসাইন বোল্ট। এটা স্বাভাবিক হলেও এবার তার ট্র্যাকে নামা তৈরি করেছে ভিন্ন উত্তেজনা। কারণ ১০০ মিটার স্প্রিন্টে তাকে এবার মার্কিন জাস্টিন গ্যাটলিনের চ্যালেঞ্জে পড়তে হচ্ছে।

সম্প্রতি দোহায় গ্যাটলিন নিজের রেকর্ড ভেঙে ১০০ মিটার শেষ করেন ৯.৭৪ সেকেন্ডে। অপর দিকে নানা চোটে জর্জরিত বোল্ট যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। মাস খানেক আগে লন্ডন ডায়মন্ড অ্যানিভারসারি মিটে অংশ নেবার আগে চলতি বছরে এই জামাইকান ১০.১২ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার শেষ করতে পারেননি। তবে লন্ডনে ৯.৮৭ সেকেন্ডে সোনা জিতেন এই গতিদানব।

তাই এবার বেইজিংয়ে ক্রীড়ামোদীরা একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছে বলে বিশ্বাস সকলের। চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন। অপর দিকে মার্কিন স্প্রিন্টারের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বোল্টও।

সাত বছর আগে এই বেজিংয়েই উত্থান হয়েছিল উসাইন বোল্টের। বেজিং অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। সেই বেজিংয়ে আবার ভালো কিছু আশা করছেন জ্যামাইকান এই স্প্রিন্টার। এবার এসেছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। উল্লেখ্য, বার্লিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বোল্ট ১০০ মিটার ৯.৫৮ সেকেন্ডে শেষ করে গড়েন বিশ্বরেকর্ড।

আরটি/এসকেডি/পিআর