ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে অঘটনের জন্ম দিল ইয়াং বয়েজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগ যেন জায়ান্টদের হারের পসরা সাজিয়ে বসেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদোর জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে নিজের প্রথম জয়টি তুলে নিল ইয়াং বয়েজ। সুইস ক্লাবটির হয়ে দুটি গোলই করেন হোয়ারাউ।

ম্যাচের ১৩ ও ১৫ মিনিটে দুটি গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু একটিও কাজে লাগাতে পারেননি সাবেক বর্ষসেরা এই ফুটবলার। ২৯ মিনিটে ইয়াং বয়েজের ফুটবলার এনগামালেউকে ডিবক্সের ভেতর ফাউল করে ইয়াং বয়েজকে পেনাল্টি উপহার দেন এলেক্স সান্দ্রো। স্পট কিক থেকে গোল করে বয়েজদের এগিয়ে দেন হোয়ারাউ।

এক গোলে পিছিয়ে থেকে বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে এলেগ্রিবাহিনী। ৪৭ মিনিটে হোয়ারাউ নিজেদের জালেই আত্মঘাতী গোল করে বসছিলেন প্রায়। কিন্তু তার হেড ভাগ্যপ্রসূত বারে লেগে বাইরে চলে যায়।

পুরো ম্যাচে তেমন কোনো অবদানই রাখতে পারেননি রোনালদো। ৬৮ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন হোয়ারাউ। এনগামালেউর বাড়ানো বল নিয়ে ক্ষিপ্র গতিতে ডি বক্সের সামান্য বাইরে থেকে দুর্দান্ত গোল করেন তিনি। ৭২ মিনিটে ডি সিলিওর বদলি হিসেবে নামেন দিবালা। নেমেই যেন ম্যাচের দৃশ্যপট পালটে দেন এই আর্জেন্টাইন।

৮০ মিনিটে রোনালদোর পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে জুভেন্টাসের হয়ে এক গোল শোধ দেন তিনি। ইয়াং বয়েজের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এই আর্জেন্টাইন। ম্যাচের ৯৩ মিনিটে আবারও দুর্দান্ত শটে দূর পাল্লার গোল করেন দিবালা। কিন্তু রেফারি রোনালদো অফসাইডে থাকায় সেই গোলটি বাতিল করে দেন। ফলে হেরেও গ্রুপ সেরা হয়ে নকআউটে জুভেন্টাস। অন্যদিকে একমাত্র জয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ইয়াং বয়েজ।

আরআর/বিএ

আরও পড়ুন