ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কমলো লা লিগার শীতকালীন বিরতি

প্রকাশিত: ১০:৫৩ এএম, ২০ আগস্ট ২০১৫

ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের কারণে আগামী বছর স্পেনের শীর্ষ পর্যায়ের ঘরোয়া আসর লা লিগার শীতকালীন বিরতি দুই সপ্তাহ কমিয়ে ফেলা হয়েছে। বার্সেলোনার ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের কারণে গত সপ্তাহেই লিগ কর্তৃপক্ষ সূচীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। এ কারণে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে এবারের মৌসুম শেষ হতে চলেছে।

নতুন সূচী অনুযায়ী আগামী বছরের ২২ মে লা লিগা মৌসুম শেষ হবে। এনিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন মত শোনা যাচ্ছে। স্প্যানিশ জাতীয় দলের কোচ ডেল বস্ক ইতোমধ্যেই এর কড়া সমালোচনা করেছেন। আগামী ২০জুন থেকে যেহেতু ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে, তাই খেলোয়াড়দের ক্লান্তির কথা বিবেচনা করে শিরোপা ধরে রাখার মিশনে ডেল বস্ক লা লিগার নতুন সূচী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে পরবর্তীতে খেলোয়াড় ইউনিয়ন (এএফই), লিগ কমিটি এবং ফেডারেশনের যৌথ সভায় আবারো বিষয়টি নিয়ে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেয়া হয়। পূর্ব নির্ধরিত সূচী অনুযায়ী প্রতি বছরের মত লিগের কার্যক্রম ১৫মে শেষ হচ্ছে। কোপা ডেল রে’র ফাইনালও তার নির্ধারিত তারিখ ২১মে’তেই ফিরে এসেছে।

স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে পেশাদার ফুটবলারদের জন্য বড়দিনের যে বিরতি ছিল সেখান থেকে ছুটি কমিয়ে আমরা পুরো সূচীকে পুনর্বিন্যস্ত করেছি। এর ফলে ডেল বস্ক ইউরো ২০১৬’র প্রস্তুতিতে যথেষ্ট সময় হাতে পাবেন।

এমআর