ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুখোমুখি দুই ক্রীড়া প্রতিমন্ত্রী

রফিকুল ইসলাম | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মাগুরা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ড. বীরেন শিকদার। নিতাই রায় চৌধুরী নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে।

নিতাই রায় চৌধুরী জাতীয় পার্টি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। ড. বীরেন শিকদার এ আসনের বর্তমান সংসদ সদস্য। দেশের দুই প্রধান দলের প্রতীকে দুই ক্রীড়া প্রতিমন্ত্রীর লড়াই বেশ জমবে বলেই মনে করছেন অনেকে।

এবারের নির্বাচনে আরও তিনজন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী অংশ নিচ্ছেন। তিন জন তিন দলের-বাংলাদেশ আওয়ামী লীগের ওবায়দুল কাদের, বিএনপির মির্জা আব্বাস ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু।

ওবায়দুল কাদের নৌকা প্রতীকে নির্বাচন করছেন নোয়াখালী-৫ আসনে, মির্জা আব্বাস ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ঢাকা-৮ আসনে এবং মুজিবুল চুন্নু নির্বাচন করছেন লাঙ্গল প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসনে।

বর্তমান যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবার মনোনয়ন পাননি। মনোনয়ন পাননি সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারও।

আরআই/এমএমআর/পিআর

আরও পড়ুন