ইলিয়াস সানিকে কারণ দর্শানোর নোটিশ
বিসিবির অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলতে যাওয়ায় ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরিকে কারণ দর্শানোর নোটিশ দেবে বিসিবি। এই টুর্নামেন্টে আরো খেলেছেন ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল। বুধবার তাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ডাইভারসিটি কাপ ক্রিকেট টুর্নামেন্টে খেলেছেন ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরি। এরা দুজনই বিসিবির প্রথম শ্রেণির ক্রিকেটার কোটায় চুক্তিবদ্ধ খেলোয়াড়। এরা ছাড়াও এই টুর্নামেন্টে খেলেছেন বাংলাদেশ দলের সাবেক পেসার তাপস বৈশ্য এবং সরকার আহমেদ। মোহাম্মদ আশরাফুল শর্ত সাপেক্ষে পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই বিষয়ে বলেন, ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরীর বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের। যেহেতু দুজনই অনাপত্তিপত্র না নিয়ে গিয়েছে, ওদিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। বিষয়টি দেখবে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। তারাই ওদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
এছাড়াও আসন্ন বিসিএল টুর্নামেন্টে তাদের অন্তর্ভুক্ত করা হবে কিনা তা বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
উল্লেখ্য, গত জুলাইয়ে সেলিব্রেটি ক্রিকেট লিগে খেলার কারণে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সাব্বির রহমানকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
আরটি/এআরএস/আরআইপি