ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১২৫০ ফুট উচু থেকে ধোনির প্যারা-জাম্প (ভিডিও)

প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৯ আগস্ট ২০১৫

প্রথমবারের জন্য প্যারাশুট নিয়ে ১২৫০ ফুট উচ্চতা লাফ দিলেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। গত ৬ আগস্ট থেকে ভারতের প্যারাট্রুপার্স ট্রেনিং স্কুলে ট্রেনিং নিচ্ছেন সম্মানিত লেফটেন্যান্ট জেনারেল ধোনি। দু`সপ্তাহ ধরে প্যারাজাম্পের বিষয়ে প্রাথমিক পাঠ নিয়েছেন মাহি।

সেই প্রশিক্ষণের হিসেবে বুধবার সকালে ভারতের বিমানবাহিনীর এয়ারক্রাফট থেকে ঝাঁপ দেন ধোনি। প্রশিক্ষণ শেষে এটিই তার প্রথম প্যারাশুট জাম্প। এন-৩২ বিমান থেকে প্যারাশ্যুট জাম্প দেন তিনি।

প্যারা জাম্পারের স্বীকৃতি পেতে হলে আগামী কয়েকদিনে ১০ হাজার ফুট উচু থেকে এরকম আরো পাঁচটা ঝাঁপ দিতে হবে ক্যাপ্টেন কুলকে। তার মধ্যে একটি হবে রাত্রে। সাফল্যের সঙ্গে পাঁচটি প্যারাশুট জাম্প সম্পন্ন করতে পারলেই প্যারাজাম্পারের তকমা পাবেন তিনি।

কপিলদেব, অভিনব বিন্দ্রার মতো ক্রীড়াবিদরা অতীতে টেরিটোরিয়াল আর্মির ট্রেনিং নিয়েছিলন। তবে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ধোনিই প্যারাট্রুপের এই ট্রেনিং নেয়ার পর সরাসরি আর্মিদের সঙ্গে জাম্পে অংশ নিলেন।

উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বরে সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল উপাধি পান ধোনি ও অভিনব বিন্দ্রা।



বিএ